Reactale logo
Reacting . . .

আমি বেকার

সুমন বারিক | @sumanbarick
Genre: Comedy
Created: Sun Apr 11 2021 03:31:17
Modified: Sat May 29 2021 19:24:01

Description

বেকার কি কেবল চাকরি না থাকলেই হয় ? কিন্তু আমি যে চাকরি থেকেও বেকার | কত্তো কাজ রয়েছে, কত কি করা বাকি, তবুও আমি প্রায় নিস্কর্মা, আমি বেকার | কি যে করছি, আর কেনই বা করছি - ভগবান জানে | আর মজার কথা হলো আমি একাই নই, এরম অনেকেই আছে, যারা শুধু স্রোতে বয়ে তো চলেছে , কিন্তু আসলে কিছুই করছে না | তো এই কবিতা টা আমার এবং আমার মতো আরো কোটি কোটি লক্ষ্যহারা , দিশাহারা কিন্তু হতে পারে চাকুরীরত "বেকার" ভাই বোন ও বন্ধুদের জন্য - যারা হয়তো জন্মেছিলো বিপুল সম্ভাবনাময় কিছু করার জন্য কিন্তু তারপর পথ হারিয়ে দৈনন্দিন জীবনের বেকারত্বের স্রোতে বয়ে চলে একটা বেকার জীবন কাটাচ্ছে | বলে রাখি, আমার অন্যান্য লেখার মতোই এটাও হঠাৎ মজা করে লেখা একটা কবিতা, তাই বেশি সিরিয়াসলি কেউ নেবেন না |